টঙ্গী আবাসিক এলাকা থেকে কেমিকেল সরানোর নির্দেশ

নগর প্রতিবেদক, গাজীপুর
| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৫ | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৩

আবাসিক এলাকা থেকে বিপজ্জনক কেমিকেল গোডাউন সরিয়ে নেয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। নয়তো অবৈধভাবে গড়ে উঠা এসব কেমিকেল গোডাউন মালিকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।

বৃহস্পতিবার বিকালে টঙ্গীর নতুন বাজারস্ত সমবায় কমপ্লেক্স মার্কেটে বিট পুলিশিং সমাবেশে এই নির্দেশনা দেন ওসি।

গাজীপুর সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেনের সভাপতিত্বে এবং বিট ইনচার্জ উপ-পরিদর্শক লিটন শরিফের পরিচালনায় সভায় বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন, টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, বাংলাদেশ প্রতিদিনের টঙ্গী প্রতিনিধি আফজাল হোসেন, শফিকুল ইসলাম মিলন, এসআই রাজিব হোসেন, ক্যামিকেল ব্যবসায়ী সাফায়েত হোসেন, মেজবাহ উদ্দিন মেজু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি বলেন, ‘আবাসিক এরিয়ায় অবৈধভাবে গড়ে ওঠা বিপজ্জনক কেমিকেল গোডাউন থেকে বেশ কয়েকবার আগুনের ঘটনা ঘটেছে। এসব কেমিকেল গোডাউনের কর্মচারীর অধিকাংশেরই কোনো প্রশিক্ষণ নেই। ফলে তাদের একটু অসাবধানতায় একাধিকবার আগুনের ঘটনা ঘটছে। এসব ঘটনায় বর্তমানে এলাকায় বসবাসরত বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :