ভৈরবে মাদকসহ চারজন আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৪

কিশোরগঞ্জের ভৈরবে প্রাইভেটকারবোঝাই মাদকসহ চারজনকে আটত করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে ভৈরবের নাটালমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় চার বোতল স্কাফ, ২১ কেজি গাঁজা, প্রাইভেটকার ও মাদক বিক্রয়ের নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আকাবপুর গ্রামের মইনউদ্দিন (২৪), একই জেলার ময়নালু ওরফে জয়নাল (৩৪), পাবনা জেলার কুমিল্লী গ্রামের আব্দুলআলীম (৩২), একই জেলার মোল্লাপাড়া গ্রামের জিয়ারুল(২৬)।

র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানির অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের এক প্রেসবিফিংয়ে জানান, এই চক্রটি দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে স্কাফ ও গাঁজা প্রাইভেটকারে করে দেশের অভ্যন্তরে নিয়ে আসত। তারা বর্ণিত স্কাফ ও গাঁজার চালানটি রাজধানীর কতিপয় ব্যক্তির নিকট বিক্রয় করে থাকে বলে আসামিরা স্বীকার করেছে।

জব্দ মাদকদ্রব্য এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে বলে জানান।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :