চাঁপাইনবাবগঞ্জে চুক্তিবদ্ধ পাঠবীজ চাষিদের সঙ্গে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৮

চাঁপাইনবাবগঞ্জ জেলার ১২০ জন চুক্তিবদ্ধ পাঠবীজ চাষিদের সাথে মতবিনিময় সভা করেন বিএডিসি চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সায়েদুল ইসলাম। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার বাগডাঙ্গায় বিএডিসি রাজশাহী জোনের আয়োজনে এ সভা হয়।

রাজশাহী বিভাগের বিএডিসি যুগ্ম পরিচালক (বীজ বিপণন) দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময উপস্থিত ছিলেন- বিএডিসির সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মোস্তাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম, সহকারী কমিশনার চন্দন করসহ অন্য কর্মকর্তারা।

স্বল্প সুদে কৃষি ঋণের ব্যবস্থা করা, স্প্রে মেশিনসহ বিনামূল্যে সার ও বিজ চাষিদের প্রদান করবে বিএডিসি এমনটাই দাবি করেন চাষিরা।

এদিকে বিএডিসি চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সায়েদুল ইসলাম বলেন, পাঠবীজ উৎপাদন করে বিএডিসি। সারাদেশে তিন ভাগের একটি ভাগ পাঠবীজ উৎপাদন হয়ে থাকে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। পাঠবীজ উৎপাদনে চাষিদের বিভিন্ন ধরনের সমস্যার কথা শুনেন এবং তাদের সহযোগিতায় করতে চান।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :