টেকনাফে ফার্মেসি-ডায়াগনস্টিক সেন্টারে সাড়ে আট লাখ টাকা জরিমানা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৫

কক্সবাজারের টেকনাফের হ্নীলা স্টেশনের কয়েকটি ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারকে আট লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের নির্বাহী হাকিম আনিসুর রহমান। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান চলে।

অভিযানে যে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে, সেগুলো হলো- ফায়সাল ফার্মেসি চার লাখ, তোফায়েল ফার্মেসি এক লাখ, ইসহাক মেডিকো ৩০ হাজার, ল্যাব এইড প্যাথলজি সেন্টার দুই লাখ, হ্নীলা ডায়াগনস্টিক সেন্টার এক লাখ টাকা।

অভিযান শেষে র‌্যাবের নির্বাহী হাকিম আনিসুর রহমান জানান, হ্নীলা বাজারে কয়েকটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ ও বৈধ কাগজপত্র না থাকায় জরিমানা করা হয়েছে। সেই সাথে দুটি ল্যাবেও বৈধ কাগজপত্র ও সার্টিফিকেটবিহীন টেকন্যাশিয়ান দিয়ে অপচিকিৎসা দেয়ার দায়ে তাদেরও অর্থদণ্ড করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :