অ্যাকাউন্ট ডিলিটের বদলে হোয়াটসঅ্যাপে লগ আউট অপশন চালু

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৩

অ্যাকাউন্ট ডিলিটের অপশন বাদ দিয়ে লগ আউট অপশন আনছে হোয়াটসঅ্যাপ। ওয়াবেট ইনফোর প্রতিবেদন বলছে, হোয়াটসঅ্যাপ ডিলিট অ্যাকাউন্টের বদলে লগ আউট অপশন চালু করতে যাচ্ছে। এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ।

আইওএস এ হোয়াটসঅ্যাপের ২.২১.৩০.১৬ ভার্সনে এই ফিচারটি পাওয়া যাবে। এর ফলে চারটি আলাদা আলাদা ডিভাইসে এই অ্যাপ চালানো যাবে। আর এই নতুন ফিচারটির জন্য অর্থাৎ লগ আউটের জন্য কোনও ইন্টারনেট কানেকশন লাগবে না।

কিছু দিন আগে হোয়াটসঅ্যাপ সিকিওরিটি আপডেট করেছে। তার পরেই এই ফিচার এনেছে তারা।

হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করতে গেলে একটি বেশি ধাপ পেরোতে হচ্ছে ব্যবহারকারীদের। এক্ষেত্রে ফেস আইডি ও ফিঙ্গারপ্রিন্টের সহযোগিতা নেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপ ওয়েব খুলতে গেলে একটি উইন্ডো আসছে, তাতে প্রথমে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোন আনলক করতে হচ্ছে এবং পরে কিউআর কোড স্ক্যানের অপশন পাওয়া যাচ্ছে।

এর আগে ভিডিও মিউট করার অপশন চালু করেছে এই সংস্থা। কাউকে ভিডিও পাঠানোর আগে তা মিউট করা যাবে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :