মৌলভীবাজারে মেডিকেল কলেজ করব: পরিকল্পনা মন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৭ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০০

মৌলভীবাজারের কুদালীছড়া খালের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পরিকল্পনা মন্ত্রী এম‌এ মান্নান। শুক্রবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাব পয়েন্টে কুদালিছড়া পুলে মন্ত্রী এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান প্রমুখ।

মন্ত্রী বলেন, আমরা মৌলভীবাজারে মেডিকেল কলেজ করে দিব। সব জেলা সমান নয়। আমাদের একটা মাত্রা আছে। ম্যাপ আছে। মৌলভীবাজারের যারা তারা অনেক ঊর্ধ্বে। মৌলভীবাজারে অনেক সম্পদ আছে। অবশ্যই আমরা মেডিকেল কলেজ করে দিব। মৌলভীবাজারের সব উন্নয়নে আমরা পাশে আছি।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :