ভৈরবে মসলা মিল ও পলিথিন দোকানকে জরিমানা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৯

কিশোরগঞ্জের ভৈরবে মসলা মিল ও পলিথিন দোকানে অভিযান চালিয়ে তিন লাখ টাকার অবৈধ মালামাল জব্দসহ ৭০ হাজার টাকা জরিমানা করা হযয়েছে। শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা এই অভিযান পরিচালনা করেন।

এসময় পলিথিন দোকান কুদ্দুছ ট্রেডার্সের মালিক আক্তারকে ৬০ হাজার টাকা ও মসলা মিল মালিক আমানকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

এসময় প্রায় তিন লাখ টাকার অবৈধ উৎপাদিত পলিথিন ও ১০ হাজার টাকার ভেজাল মসলা জব্দ করা হয়।

লুবনা ফারজানা জানান, নিষিদ্ধ পলিথিন অবৈধভাবে উৎপাদন করে বাজারে বিক্রি ও ভেজাল মসলা ভাঙানোর অপরাধে ওই দুইজনকে জরিমানা করা হয়। জব্দ মালামাল পুড়িয়ে ফেলা হবে বলেও তিনি জানান।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :