এম এ গনির স্মরণে পর্তুগাল আ.লীগের শোকসভা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৯

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সফল সাধারণ সম্পাদক এম এ গনির মৃত্যুতে পর্তুগালে এক ভার্চুয়াল শোকসভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে। পর্তুগাল আওয়ামী লীগ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম। এছাড়া সাধারণ সম্পাদক শওকত ওসমান ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের যৌথপরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আবুল হাসেম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রাফিক উল্লাহ।

বক্তারা বলেন, ‘প্রবাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহান সংগঠক, ইউরোপের কমিউনিটি ব্যক্তিত্ব বঙ্গবন্ধুর স্নেহভাজন এম এ গনি ছিলেন আপাদমস্তক একজন মুজিব সৈনিক। বঙ্গবন্ধুর আদর্শের প্রতি সারাজীবন নিবেদিত এম এ গনি কখনো ক্ষমতার প্রতি আগ্রহী ছিলেন না বরং উনি নেতৃত্ব সৃষ্টি করেছেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বঙ্গবন্ধু উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।

মরহুম এম এ গনির আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠানে আরোও বক্তব্য দেন- সুইডেন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জাহাঙ্গীর কবির, জার্মান আওয়ামী লীগের সভাপতি এ,কে,বশিরুল আলম সাবু, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিন নাসিম, হল‍্যান্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন তপন, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মজুমদার, নরওয়ে আওয়ামী লীগের সভাপতি মোতাফিজুর রহমান, পর্তুগাল আওয়ামী লীগের সহসভাপতি মহসিন হাবিব ভূইঁয়া, জার্মান আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জাহিদুল ইসলাম পুলক, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড:ফরহাদ আলী খাঁন, হল‍্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ খাঁন, ফিনল্যাণ্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব রহমান, স্পেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রিজভী আলম, গ্রীস আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, নরওয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ডেনমার্ক আওয়ামী লীগের সহসভাপতি খোকন মজুমদার, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ ইউরোপ চ্যাপ্টারের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম শেলী, সাংবাদিক কমরেড খন্দকার, অষ্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নাহিদা সুলতানা, জার্মান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবরা খান, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সদস্য মুক্তা আক্তার, মরহুম এম এ গনির ভাতিজা আরশাদ মালেক, বেলজিয়াম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দাউদ খাঁন সোহেল, গ্রিস আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রানা মল্লিক, ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, লোম্বারদিয়া ( ইতালি) আ’লীগের সাংগঠনিক সম্পাদক আরফান সিকদার, পর্তুগাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল ফকির, যুবলীগ নেতা তানভীর আলম জনি ও রাজেন।

এতে আরো উপস্থিত ছিলেন- পর্তুগাল আওয়ামী লীগের উপদেষ্টা মাহবুব আলম, সহসভাপতি মিজানুর রহমান মোল্লা, যুগ্ম সম্পাদক এমরান হোসাইন ভুঁইয়ান, দপ্তর সম্পাদক জাকির হোসাইন, শ্রম বিষয়ক সম্পাদক শফিউল আলম, সহসাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, আবদুল মোমেন, সায়িদ, খ ই ফাহাদ, জাফর আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা সাহজালাল, পর্তুগাল এন টিভির সাংবাদিক বেলাল উদ্দিন, পর্তুগাল আওয়ামী লীগের মহিলা নেত্রী সানজিদা মুনা, আবদুলাহ আল মামুনসহ ইউরোপের বিভিন্ন দেশের সিনিয়র নেতারা।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পর্তুগাল আওয়ামী লীগের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান। অনুষ্ঠানটিতে সার্বিক কারিগরি সহযোগিতা করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক খোকন শরিফ।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :