‘মানসম্মত শিক্ষক ছাড়া শিক্ষার্থীদের তৈরি সম্ভব নয়’

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৯ | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩১

সাবেক আইন বিচারক ও সংসদ বিষয়ক মন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু বলেছেন, ‘আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান করতে হবে। খেয়াল রাখতে হবে, মানসম্মত শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব নয়।’

শুক্রবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ১ নম্বর রাজাপুর ইউনিয়নের রাজাপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি, মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত শিক্ষক, কৃতী শিক্ষার্থী এবং গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ বাউল কনসার্ট সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মতিন খসরু।

এসময় তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের মেধা মননে যথাযথ বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদ পারভেজ রেজা লতিফ।

বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য আবদুল জলিল সর্দারের উদ্যোগে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম খান, বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ: মান্নান, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খাঁন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লিয়াকত আলী, ভিকারুন্নেসা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন, রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা।

আরো বক্তব্য দেন- রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক পারভেজ খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর, সহকারী প্রধান শিক্ষক মোহন মিয়া, শাহীন মেম্বার, ইউপি আ’লীগের সভাপতি প্রয়াত শাহ আলম মেম্বারের ছেলে ফ্রান্স প্রবাসী শরীফুল ইসলাম সোহেল, প্রাক্তন ছাত্র রোটা. মোঃ আবু সায়েম আনসারী, বিদ্যালয় দাতা সদস্য আবীদ আলী সর্দার, আব্দুস সালাম রানা, সংবর্ধিত বিদায়ী সিনিয়র শিক্ষক আলী আশ্রাফ ও মন্তাজ আলী, সাবেক ছাত্র আলমগীর হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলমগীর জলিল, আওয়ামী লীগ নেতা জামশেদ আলম, সালাউদ্দীন, আব্দুল মান্নানসহ অন্যান্য শিক্ষক ও এলাকার সুধীজন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক বিল্লাল হোসেন ও আ: রশীদ মেম্বার।

পরে অতিথিরা বিদায়ী অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে বিভিন্ন ক্রেস্ট-সম্মাননা তুলে দেন। এদিকে বারেশ্বর গ্রাম আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রয়াত শাহ্ আলম মেম্বারের ছেলে ফ্রান্স প্রবাসী শরীফুল ইসলাম সোহেলের নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল, অটোরিকশা বহর শো-ডাউন করে রাজাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে। পরে সভাস্থলে গিয়ে সাবেক আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আব্দুল মতিন খসরুকে অভিনন্দন জানানো হয়।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :