লক্ষ্মীপুরে প্রবীণদের মিলন মেলা ও সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক,লক্ষ্মীপুর
 | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৪

লক্ষ্মীপুরে ৬০ ঊর্ধ্বোদের মিলন মেলা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার দক্ষিণ হামছাদীর পশ্চিম গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন ৫০ ঊর্ধ্বো কয়েকজনের উদ্যোগে অনুষ্ঠিত এ মিলনমেলায় সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষাবিদ বাবু করুনা দেবনাথ।

সাইদুর রহমান সাইদের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য দেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম, সাবেক চেয়ারম্যান নজির আহমদ, ব্যবসায়ী ইছমাইল ভূইয়া, হাবিবুর রহমান, মোক্তারুজ্জামান পাটওয়ারী, হুমায়ুন কবির পাটওয়ারী, রকিবুল হাসান ও নিপুন চন্দ্র দেবনাথ প্রমুখ। সভার শুরুতে প্রবীণদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া প্রবীণদের দেশীয় তৈরি বিভিন্ন ধরনের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।

এসময় বক্তারা বলেন,‘মাদক,সন্ত্রাস,ইভটিজিং,বাল্যবিবাহসহ নানা সমস্যা মোকাবিলায় এসব প্রবীণদের নিয়ে কাজ করা হবে। সমাজের বর্তমান প্রজম্মের সন্তানরা বয়স্কদের মূল্যায়ন না করে বিভিন্ন ধরনের অবমূল্যায়ন করে থাকে। এ সমাবেশের মাধ্যমে প্রবীণরা যেন সঠিক মূল্যায়ন পায়, সেটাই ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এটি অব্যাহত থাকবে।’

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :