পিবিআই কর্মকর্তার প্রচেষ্টায় বাড়ি ফিরল শিশু হামিদুল

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৬ | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৬

সিরাজগঞ্জে কর্মরত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর উপ-পরিদর্শক (এসআই) বিদ্যুৎ চৌধুরীর মানবিকতায় ও প্রচেষ্টায় নিরাপদে সিরাজগঞ্জ থেকে চুয়াডাঙ্গার বাড়িতে দাদির কাছে ফিরল ট্রেন থেকে হারিয়ে যাওয়া মা-বাবা হারা হামিদুল ইসলাম (১০) নামের শিশুটি। টানা দুই দিন প্রচেষ্টার পর ব্যাচমেট ও বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের মাধ্যমে হারানো হামিদুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে হামিদুলকে বাড়িতে দাদির কাছে ফিরিয়ে দেয়া সেই কর্মকর্তার নাম বিদ্যুৎ চৌধুরী।

পুলিশ কর্মকর্তা বিদ্যুৎ চৌধুরী জানান, তিন দিন আগে আমার অফিস এলাকার শাহিন নামে এক অটোরিকশাচালক আমাকে জানায় হামিদুল নামে ১০ বছরের একটি ছেলেকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশন এলাকা থেকে পাওয়া গেছে। জানা মাত্রই আমি হামিদুলের সঙ্গে কথা বলে জানতে পারি সে চুয়াডাঙ্গা থেকে দাদির সাথে ট্রেন যোগে সিরাজগঞ্জে আসছিল। কিন্তু পোড়াদহ স্টেশনে এসে সে তার দাদিকে হারিয়ে ফেলে। সে শুধু অস্পষ্ট এলাকার নাম আর দাদির নাম ছাড়া কিছুই বলতে পারে না। তখন আমি সেই অল্প তথ্য নিয়েই সেখানে কর্মরত আমার ব্যাচমেট ও বিশ্ববিদ্যালয়ের বন্ধুর মাধ্যমে ডিটেইলস খোঁজ নিয়ে তার পরিবারকে শনাক্ত করতে সক্ষম হই। তখন জানতে পারি হামিদুল (১০) চুয়াডাঙ্গা জেলা শহরের বেলগাছি এলাকার মৃত রমির ছেলে। আরও জানতে পারি বাবা মারা যাওয়ার পরে তার মা অন্যত্র বিয়ে করে চলে গেছেন। সে তার দাদি খাতুন বেগমের কাছেই থাকে। পরবর্তীতে তাকে ব্যাচমেটের মাধ্যমে তার দাদির সাথে কথা বলিয়ে দিলে তার দাদি হামিদুলের বিষয়টি নিশ্চিত করেন। তখন আমি নিজ খরচে এসপি স্যারের অনুমতিক্রমে হামিদুলকে স্টেশনে পাওয়া শাহিন ও তার আরেক খালাতো ভাইকে দিয়ে তার বাড়িতে পৌঁছে দেই।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :