হিরো আনল ইলেকট্রিক বাইক

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২১, ১০:০১ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫২

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস

এই প্রথম বাজারে ইলেকট্রিক বাইক আনল হিরো সাইকেলের শাখা লেকট্রো ই-মোবিলিটি সলিউশনস। টাউনমাস্টার নামের এই বিদ্যুৎ চালিত বাইসাইকেল সাধারণ প্লাগ পয়েন্ট থেকেই চার্জ দেওয়া যাবে। বিশেষ কোনও চার্জিং স্টেশনের প্রয়োজন হবে না। একবার পুরো চার্জ নিতে প্রায় ৩ ঘণ্টা নেবে টাউনমাস্টার, যাবে ৩০-৪০ কিলোমিটার।

লেকট্রো ই-মোবিলিটি সলিউশনসের পক্ষ থেকে জানানো হয়,  যারা স্বাস্থ্য সচেতন হওয়ার পাশাপাশি পরিবেশ সম্পর্কেও সচেতন। এই গ্রাহকরাই বিকল্প এবং স্বচ্ছ জ্বালানির পরিবহণ ব্যবস্থার চাহিদা বাড়াচ্ছে।

ব্রিটেনে এই বাইসাইকেলের ডিজাইন করা হয়েছে। চালক সুরক্ষার কথা মাথায় রেখে ডাবল ডিস্ক ব্রেক এবং পাংচার-রেজিস্ট্যান্ট টায়ার লাগানো হয়েছে টাউনমাস্টারে।

ভারতের বাজারে ই-বাইকটির দাম ৩০ হাজার ৯৯৯ রুপি।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এজেড)