ড. নেয়ামত ভূঁইয়ার কিশোর কবিতা

আটুই ফাল্গুন

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৩ | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৩

বছর ঘুরে আসলে ফাগুন,

মনের কোণের গুপ্ত আগুন

আর থাকেনা ছাই চাপা;

কত্তো সুখের মাতৃভাষা

কত্তো বুকের উষ্ণ আশা;

যার পরিমাপ নেই মাপা।

আমার ভা’য়ের রক্তগাথা,

দুঃখী মায়ের নকশি কাঁথা

আল্পনাতে কয় কথা,

ঘাতক বুলেট বক্ষে ধরে

বর্ণমালার বর্ম পরে

জয় করেছি ভয়ব্যথা।

অশ্রু ভেজা ঐকতানে

শহীদ মিনার গড়ছে প্রাণে

সালাম রফিক জব্বারে,

শোক মিছিল আর প্রভাতফেরি

রক্তে রাঙা ফেব্রুয়ারি;

জাগছে ফুলের সম্ভারে।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :