নেয়ামত ভূঁইয়ার কিশোর কবিতা: অমর একুশে

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৩ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৭

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

একুশ মানে পাখ পাখালির মিষ্টি কলরব,
বর্ণমালার বক্ষজুড়ে সুখের অনুভব।

একুশ মানে ‘সোনাযাদু’ মায়ের ডাকাডাকি,
ফুলের সঙ্গে অলির কথা; প্রাণের মাখামাখি।

একুশ মানে কাজলা দিদির ঘুম পাড়ানি গান,
সালাম রফিক বরকতেরই আত্ম-বলিদান।

একুশ মানে সেই চেতনা; জন্মঅধিকার,
যাকে পাবার জন্যে হলেম রক্ত নদী পার।

একুশ মানে কুলু কুলু নদীর কলতান,
পুতুল খেলার সাথির  সঙ্গে মধুর অভিমান।

একুশ মানে প্রাণ প্রেরণা যুগ সাধনার ধন,
জলের সঙ্গে পদ্মফুলের কাব্য-আলাপন।

একুশ মানে রাখাল ছেলের বাঁশের বাঁশির সুর,
মনপবনের নাও ভাসানো সপ্ত সমুদ্দুর।

একুশ মানে পাতার ভাষা--- ছন্দ ঝিরি ঝিরি,
একুশ মানে স্বাধীনতার রক্তে ভেজা সিঁড়ি।