শহীদ দিবসে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪৪

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ পাওয়া গেছে। ২১শে ফেব্রুয়ারির এই দিনে সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। অথচ এই নিয়ম না মেনে ওই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ছোট্ট একটি বাঁশের মাথায় জাতীয় পতাকা অর্ধনমিত না রেখে সম্পূর্ণ পতাকা উত্তোলণ করে রাখা হয়েছে।

মুক্তিযোদ্ধাদের দ্বারা আজকের এই দিবসে জাতীয় পতাকার অবমাননা নিয়ে এলাকায় চলছে নানান রকমের আলোচনা-সমালোচনা।

সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, বহুতল ভবনের ছাদের ছোট্ট একটি বাঁশের মাথায় জাতীয় পতাকা উত্তোলণ করা আছে। বিষয়টি অনেকেই ভাষা শহীদদের প্রতি অপমান বলে মন্তব্য করছেন।

এ বিষয়ে কামারখন্দ উপজেলা সদ্য সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী মোঃ আমিনুল ইসলাম বলেন, ‘এটা হয়ে থাকলে তা চরম অন্যায় হয়েছে। তবে আমি এর দায়িত্বে নেই। ভবনটি এখনো আমাদের হাতে হস্তান্তর করা হয়নি। বর্তমানে ইউএনও মহোদয় দেখাশোনা করছেন। এ বিষয়ে তিনিই ভালো বলতে পারবেন।’

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা সুলতানা বলেন, ‘ভবনটির এখনো উদ্বোধন বা কার্যক্রমই শুরু হয়নি। জামতৈল বাজারে একটি অস্থায়ী কার্যালয়ে তাদের কার্যক্রম চলছে। তাই সেখানে পতাকাই উত্তোলণ হবার কথা নয়। আমি জানিনা কে বা কারা এটা করেছেন। আমি এখনই খোঁজ নিচ্ছি।’

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :