তিন লাখ টাকার জাল নোটসহ হত্যা মামলার আসামি আটক

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৭

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ায় তিন লাখ টাকার জাল নোটসহ আফজাল হোসেন নামে এক হত্যা মামলার আসামিকে আটক করেছে র‌্যাব। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব বগুড়ার শেরপুর উপজেলার খামাকান্দি  ইউনিয়নের ঝাঁঝর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আফজাল ওই ইউনিয়নের ঘোড়দৌড় নতুন পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, আফজাল হোসেন দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিল। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাল নোটগুলো ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিক্রি করছিল। এ সময় র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা গোপন সংবাদ পেয়ে ঝাঁঝর উত্তরপাড়া গ্রামের জনৈক ইব্রাহীমের বাড়ির পাশে কাঁচা রাস্তার উপর থেকে ৩ লাখ টাকার নোটসহ আফজাল হোসেনকে হাতেনাতে আটক করে। পরে র‌্যাব-১২ বগুড়ার নায়েক সুবেদার রাজু আহম্মেদ মামলা করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আফজাল হোসেন শুধু জাল টাকার নোটই নয় হত্যা, চুরি, প্রতারণা, বাল্যবিয়েসহ নানান অসামাজিক কাজে লিপ্ত ছিল। নিজের অপরাধ ঢাকতে তার সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সখ্য আছে বলে এলাকায় প্রচার চালাতো।

শেরপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, ঘোড়দৌড় গ্রামে গত বছর ২৫ মার্চ রশিদুল ইসলাম হত্যা মামলার আসামি আফজাল হোসেন।

এ ব্যাপারে শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম শহিদ বলেন, আটক আফজাল হোসেনের বিরুদ্ধে জাল টাকার ব্যবসার মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এলএ)