নদীর পার কেটে মাটি বিক্রি, দুই লাখ টাকা জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২২:১১

টাঙ্গাইলের মির্জাপুরে নদীরপার কেটে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

রবিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বংশাই নদীর গোড়াই খামারপাড়া এলাকায় এ অভিযান চালান।

উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, গোড়াই খামারপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বংশাই নদীর পার কেটে মাটি বিক্রি করছে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত খামারপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাটি ভর্তি কয়েকটি ট্রাক আটক করা হয়। পরে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে নজরুল ইসলামের নিকট থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :