ভারতে স্মার্টফোন তৈরি করছে মটোরোলা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১০:০০

ভারতে স্মার্টফোন উৎপাদন শুরু করেছে মটোরোলা। ইতিমধ্যে একটি মডেলের ফোন তৈরি করে দেশটির বাজারে বিক্রি শুরু করেছে। মডেলটির নাম মটো ই৭ পাওয়ার। এটি একটি সাশ্রয়ী দামের ফোন।

দুইটি ভার্সনে মটো ই৭ পাওয়ার ভারতের বাজারে পাওয়া যাবে। এগুলো হলো ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম এবং ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম।

ফোনে একটি মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া রয়েছে। ফলে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। ফোনের দাম যথাক্রমে ৭ হাজার ৪৯৯ রুপি এবং ৮ হাজার ২৯৯ রুপি।

ব্লু এবং কোরাল রেড অপশনে নতুন মটো ফোন পাওয়া যাচ্ছে।

মটো ই ৭ পাওয়ার মডেলে আছে ৬.৫ ইঞ্চির ম্যাক্স ভিশন এইচডি প্লাস ডিসপ্লে। অ্যাসপেক্ট রেশিও ২০:৯।

প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি২৫ অক্টাকার চিপসেট। ব্যাকআপের জন্য আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারি ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা