আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৫ | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪০

ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধা, পৌরসভা, প্রেসক্লাব, উপজেলা আওয়ামী যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগ, সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক সংগঠন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

দিবসটি উপলক্ষে রবিবার সকালে ভাষা শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রভাতফেরি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে উপজেলার শত শত মানুষ অংশ নেন।

সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ আব্দুল আওয়াল আকনের সঞ্চালনায় এক আলোচনা সভা হয়। এছাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুল ইসলাম, সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুহা সুলতানা খান হীরামনি, থানা অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী সদস্য ও সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম নাঈম প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :