বাস-ট্রাক সংঘর্ষ

সিরাজগঞ্জে সড়কে ঝরল পাঁচ প্রাণ

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২২ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:১২

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার সকাল আটটার দিকে কোনাবাড়ি এলাকার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ফজলুর রহমান (৭০) নামে একজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। তিনি বগুড়া জেলার শাহজাহানপুর থানার মোকছেদ আলীর ছেলে।

এছাড়া একই জেলার শেরপুর উপজেলার শ্রী ধীরেন চন্দ্রের ছেলে শ্রী বিমল (৪৫) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল হান্নানের (৬০) পরিচয় জানা গেছে। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও আহতদের বরাতে পুলিশ জানায়, ময়মনসিংহগামী যুগান্তর এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের কামারখন্দের কোনাবাড়ি এলাকায় পৌঁছানোর পর সেটির সামনের চাকা পাংচার হয়ে যায়। এসময় উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজন মারা যান। আহত হন অন্তত ১৫ জন। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এতে তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসাদ্দেক হোসেন ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/ইএস)