হারানো বাজার ফেরাতে তিন ফোন আনল এলজি

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৬

এক সময় স্মার্টফোনের বাজারে ভালোই আধিপত্য বিস্তার করেছিল এলজি। কিন্তু সেই বাজার বেশি দিন ধরে রাখতে পারেনি। এবার হারানো সেই বাজার ফেরাতে নতুন তিন ফোন আনল প্রতিষ্ঠানটি। এগুলো হলো এলজি ডব্লিউ ৪১, ডব্লিউ ৪১ প্লাস এবং ডব্লিউ ৪১ প্রো।

স্মার্টফোন তিনটির স্পেসিফিকেশন প্রায় একই। পার্থক্য শুধু র‌্যাম আর স্টোরেজে। ভারতে ফোন তিনটির দাম শুরু ১৩ হাজার ৪৯০ রুপি থেকে।

তিন ফোনেই রয়েছে পাঞ্চ-হোল ডিসপ্লে এবং একটি রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। প্রত্যেকটি ফোনেই গুগল অ্যাসিসট্যান্টের জন্য একটি ডেডিকেটেড বাটন দেওয়া হয়েছে।

পাশাপাশিই ফিঙ্গারপ্রিন্ট আনলক সিস্টেম যেমন থাকছে, তেমনই আবার এলজি ডব্লিউ ৪১ মডেলের ফোনগুলো আবার ফেস আনলক এবং আর একটি বায়োমেট্রিক অপশন নিয়েও হাজির হয়েছে।

এই তিনটি ফোনের মূলত দুটি কালার ভ্যারিয়্যান্ট থাকছে, ম্যাজিক ব্লু এবং লেজ়ার ব্লু। ৪ ও ৬ জিবি র‌্যাম ভার্সনে এগুলো পাওয়া যাবে। স্টোরেজ থাকছে ৬৪ ও ১২৮ জিবি। তিনটি ফোনেই রয়েছে মাইক্রোএসডি কার্ড স্লট, যার সাহায্যে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা