১০ দেশের ওপর ওমানের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:২০

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে বিমানের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ওমান। এছাড়া দশ দেশের ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওএনএর বরাত দিয়ে এ খবর দিয়েছে আরব নিউজ।

খবরে বলা হয়েছে, দেশটির সুপ্রিম কমিটি করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সুদান, লেবানন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, নাইজেরিয়া, তানজানিয়া, ঘানা, গিনি, সিয়েরা লিওন এবং ইথিওপিয়ার নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার থেকে ১৫ দিনের জন্য ফ্লাইট বন্ধ এবং দুই সপ্তাহের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শুরু হবে। তবে যারা ওমানের নাগরিক, কূটনীতিক এবং স্বাস্থ্যকর্মীরা দেশের বাইরে রয়েছেন তারা স্বাস্থ্য নির্দেশনা মেনে দেশে প্রবেশ করতে পারবেন।

এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের বিদেশ ভ্রমণে না করার অনুরোধ জানানো হয়েছে।

ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :