বগুড়ায় বি‌দেশি পিস্তলসহ দাদন ব‌্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৩

বগুড়ার গাবতলী‌তে বিদেশি পিস্তল ও গুলিসহ আবু বকর ছিদ্দিক শাহীন নামে এক দাদন ব‌্যবসায়ী‌কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১২টায় উপজেলার ভাণ্ডারা চারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহীন গাবতলী উপজেলার গড়েরবাড়ি এলাকার বাসিন্দা।

গাবতলী মডেল থানার ইন্সপেক্টর (অপা‌রেশন) লাল মিয়া জানান, স্থানীয় বাজারে শাহীনের সকাল-সন্ধ্যা নামে একটি সমিতি রয়েছে। এর মাধ্যমে এলাকায় সে সুদের ব্যবসা করতেন। সুদের ব্যবসা করা অন্য এক সমিতির সঙ্গে শাহীনের টাকা পয়সা লেনদেনের ঝামেলা দেখা দিলে ওই বাজারে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জনসম্ম্মুখে পিস্তল বের করে শাহীন। বিষয়টি জানাজানি হলে অভিযান চা‌লি‌য়ে তা‌কে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :