পুঁজিবাজারে আজও সূচকের পতন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবারও দেশের উভয় পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। ডিএসইতে লেনদেনের পরিমাণ বাড়লেও কমেছে সিএসইতে। এছাড়া কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্রগাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেন হয়েছে ৫৯১ কোটি ৮১ লাখ ১৪ হাজার টাকা।

মঙ্গলবার ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৫৯ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৫৬টি ও অপরিবর্তিত রয়েছে ১১৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

গতকাল সোমবার দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৪৬৭ কোটি আট লাখ ৮৬ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে কমেছিল বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

মঙ্গলবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬ কোটি ৪৯ লাখ ৩২ হাজার ৮৫৪ টাকা, যা আগের দিনের তুলনায় ১৮ টাকা কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ১৯৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৬টি কোম্পানির। দর কমেছে ৯৭টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৩১৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২০৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ১৭ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৩৮৩ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১১০ পয়েন্ট কমে অবস্থান করছে নয় হাজার ২৭৮ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৯৫৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৭১ পয়েন্টে। সিএসআই ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৭০ পয়েন্টে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এসআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ঢাবির কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক কামরুল, সম্পাদক আফতাব আলী

বিডিবিএল-সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত নিয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

প্রিমিয়ার ব্যাংকের প্রথম প্রান্তিক ব্যবসায়িক সম্মেলন

তিন উৎসবে রঙিন এনআরবিসি ব্যাংক

নারীর অধিকার আদায়ে ইসলামী ব্যাংকের মুদারাবা মোহর সঞ্চয়ী হিসাব

রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা

ব্যাংক এশিয়া কিনে নিচ্ছে পাকিস্তানি আলফালাহ ব্যাংক

এনসিসি ব্যাংক এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মধ্যে চুক্তি

এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মইদুল ইসলাম

ডিএমডি হলেন অগ্রণী ব্যাংকের শামিম উদ্দিন আহমেদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :