সাংবাদিক মুজাক্কির হত্যার বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩২ | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৩

রাজনৈতিক প্রতিহিংসার শিকার অনলাইন নিউজ পোর্টাল 'বার্তা বাজার' এর নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় আলফাডাঙ্গা প্রেসক্লাব চত্বরে 'বার্তা বাজার পরিবার'-এর ব্যানারে এই কর্মসূচি হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন। সঞ্চালক ছিলেন বার্তা বাজারের জেলা প্রতিনিধি মিয়া রাকিবুল। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন।

মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা সরকারকে অবিলম্বে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বসুরহাট পৌরসভার অলোচিত মেয়র কাদের মির্জার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গত শনিবার রাত ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :