নিউজিল্যান্ডে প্রতিযোগিতামূলক সিরিজ হবে: ডোমিঙ্গো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩১

আগামী ২০ মার্চ শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ। নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় এই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এখনো কোনো ফরম্যাটে জয় পায়নি বাংলাদেশ। তবে, টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো মনে করছেন, এই সিরিজে প্রতিদ্বন্দ্বিতীমূলক ম্যাচ হবে এবং সিরিজ জয়ের লক্ষ্যেই খেলবে বাংলাদেশ। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন রাসেল ডোমিঙ্গো।

রাসেল ডোমিঙ্গো বলেছেন, ‘আমরা জানি, সিরিজটি কঠিন হতে যাচ্ছে। বর্তমানে নিউজিল্যান্ড অসাধারণ ক্রিকেট খেলছে। আমি যতদিন ধরে বাংলাদেশ দলে দায়িত্ব পালন করছি ততদিন ধরেই দেখছি যে, দলের খেলোয়াড়রা ৫০ ওভারের ক্রিকেট উপভোগ করে। তারা নিজেদের অর্জন নিয়ে গর্ব করে। খুব প্রতিযোগিতামূলক একটি সিরিজ হবে বলে আশা করছি।’

তিনি বলেন, ‘আমরা সাকিবকে ছাড়া খুব বেশি ওয়ানডে ম্যাচ খেলিনি। একজন অলরাউন্ডার খুঁজছি যাতে করে দলে ভারসাম্য আসে। মিরাজ দেখিয়েছে যে, সে টেস্টে এটা করতে পারে। কিন্তু আমাদের আরো অলরাউন্ডার দরকার যাতে আমাদের হাতে বেশি অপশন থাকে। দ্বিতীয় বিষয়টি হলো, লোয়ার-মিডল অর্ডারে ব্যাট করে ম্যাচ শেষ করে আসতে পারে এমন ভালো ফিনিশার খুঁজছি। একজন পাওয়ারহিটার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। কাউকে ম্যাচ শেষ করার দায়িত্ব দিচ্ছি। আগামী কয়েক মাসের মধ্যে আমরা উন্নতি করতে চাই।’

অলরাউন্ডার সাইফউদ্দিনকে নিয়ে তিনি বলেন, ‘তাকে এখনো অনেক কাজ করতে হবে। বিশেষ করে ব্যাটিংয়ে। সে এখনো ধারাবাহিক না। বোলিংয়ে তার আরো গতি বাড়াতে হবে। বোলিং কোচ ওটিস গিবসনও সেটি মনে করে। সে যদি নিয়মিত ঘণ্টায় ১৩২-১৩৪ কিলোমিটার গতিতে বল করতে পারে তাহলে ভালো হবে। আমরা সেটিই চাই। সাদা বলের ক্রিকেটে সে আমাদের বড় সম্পদ। কিন্তু সে এখনো ফিনিশড প্রোডাক্ট হয়ে উঠতে পারেনি।’

টাইগার কোচ বলেন, ‘অবশ্যই আমরা সিরিজ জয়ের আশা করছি। আমরা সেখানে তাসকিন, হাসান মাহমুদ, মোস্তাফিজ, সাইফউদ্দিন, শরিফুলের মতো ভালো পেস বোলিং আক্রমণ নিয়ে যাচ্ছি। আমরা সেখানে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। আগে বাংলাদেশ দলে বিদেশে খেলতে গেলেও স্পিনারদের উপর নির্ভর করত। আমরা সেটি পরিবর্তন করতে যাচ্ছি। আমরা নতুন বলে পেসারদের দিয়ে উইকেট তুলে নেয়ার চেষ্টা করব। মাঝের ওভারগুলোতেও পেসারদের উইকেট নিতে হবে। শুধু স্পিন দিয়ে নয়। অধিনায়ক হিসেবে তামিমকে এসব চ্যালেঞ্জ নিতে হবে।’

(ঢাকাটাইমস/২৩ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

সেমি ফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

সাড়ে ৪ বছর পর দলে ফিরে বোলিং করা হলো না মোহাম্মদ আমিরের

জুভেন্টাসের বিপক্ষে জিতলেন রোনালদো, ১১৩ কোটি টাকা দেওয়ার নির্দেশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :