টেকনাফে মাদক কারবারে বাড়ছে নারীদের সম্পৃক্ততা

সাইফুদ্দীন আল মোবারক, টেকনাফ (কক্সবাজার )
| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৯ | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৫

কক্সবাজারের টেকনাফে প্রতিনিয়ত মাদকের চালান ধরা পড়ছে। পুরুষদের পাশাপাশি নারীরাও এসব মাদক কারবারে জড়িয়ে পড়েছে। এ উপজেলায় মাদককারবারে নারীদের সম্পৃক্ততা দিন দিন বেড়েই চলেছে। অভিযোগ রয়েছে, নারীদের টাকার লোভ দেখিয়ে কৌশলে এসব মরণনেশা পাচারের কাজে তাদের জড়িত করছে ধরা ছোঁয়ার বাহিরে থাকা ইন্ধনদাতা বড় বড় ইয়াবার গডফাদাররা।

এ গডফাদাররা অল্প টাকার বিনিময়ে ইয়াবা পাচার করিয়ে কোটি কোটি টাকার আয় করছে বলে সুশীল সমাজের অভিযোগ । ফলে প্রথমে এসব নারী পরে বড় কারবারি হয়ে ওঠে। এরপর অন্য নারীদের দিয়ে মাদকপাচার কাজ চালিয়ে তারা গডফারের ভূমিকা পালন করে। এইভাবেই উপজেলায় নারী মাদককারবারির সংখ্যা বাড়ছে বলে জানান সচেতনরা।

গত ২০ জানুয়ারি চট্টগ্রামে তিন হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (চট্টগ্রাম মেট্রো) উপ-পরিচালক শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আাগে গত ১৫ ফেব্রুয়ারি টেকনাফে র‌্যাবের হাতে ৮৯ হাজার ৫০০টি ইয়াবাসহি এক নারী আটক হয়েছেন। র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া, ১৬ ফেব্রুয়ারি টেকনাফে তিন হাজার ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ এক লাখ টাকাসহ আরেক নারীকে আটক করেছে টেকনাফ থানা পুলিশ।

এদিকে, টেকনাফের অনেক এনজিও কর্মী নারী পুরুষ মিলে সময়ে অসময়ে কক্সবাজরের বিভিন্ন আবাসিক হোটেলে মাদকের আড্ডা দিতে যায় বলেও অভিযোগ ‍উঠেছে। কিছু দিন আগে আবাসিক হোটেলে বসে মাদক সেবনের এমন একটা ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সে ভিডিওতে ইয়াবা সেবনকারীরাও এনজিও কর্মী বলে অনেকে জানিয়েছেন। ইয়াবা পাচার কমাতে টেকনাফ কক্সবাজার সড়কে বিভিন্ন পয়েন্টের চেকপোস্টে এনজিওদের গাড়িগুলো বিশ্বাসের উপর ছেড়ে না দিয়ে গুরুত্ব দিয়ে ভালোভাবে চেক করার অনুরোধ জানান সচেতনমহল।

তবে এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানের বলেন, মাদক নির্মূল করতে টেকনাফ থানা পুলিশের জোরদার অভিযান অব্যাহত রয়েছে। যেভাবে মাদক নির্মূল করা যায় সেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে টেকনাফ থানা পুলিশ।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :