সান্তাহার স্টেশন রোডের কার্পেটিং কাজের উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৮

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকায় গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৮০ মিটার রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। এলজিইডির অর্থায়নে ৬৬ লাখ টাকা ব্যয়ে হবে এ কাজ।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় স্টেশন রোডের ২ নম্বর রেলগেট থেকে রেলওয়ে হাসপাতাল পর্যন্ত কার্পেটিং কাজের উদ্বোধন করেন সান্তাহার পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু।

এসময় উপস্থিত ছিলেন- আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, পৌরভার প্যানেল মেয়র ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জার্জিস আলম রতন, কাউন্সিলর মনতাজ আলী, মাহবুবা জামান রত্না, আলহাজ্ব আব্দুল কুদ্দুস, হুমায়ন কবির বাদশা, ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, আলাউদ্দীন, পৌরসভার সহকারী প্রকৌশলী রেজাউল করিম, ঠিকাদার হেলাল উদ্দীন, পৌর কর্মচারী রফিকুল ইসলাম রফিক ও তুহিন ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :