১৮ বছর পর ভালুকায় ছাত্রদলের কমিটি

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪১ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৫

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

দীর্ঘ ১৮ বছর পর ময়মনসিংহের ভালুকা এবং আট বছর পর গফরগাঁওয়ে ছাত্রদলের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। উপজেলা, পৌরসভা, কলেজ শাখা এবং গফরগাঁওয়ের পাগলা থানাসহ ভালুকা ও গফরগাঁওয়ের আটটি ইউনিটের ছাত্রদলের কমিটি গঠিত হয়।

সোমবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গফরগাঁও উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে মুক্তার হোসেনকে আহ্বায়ক ও আব্দুল আল রায়হান অপুকে সদস্য সচিব করা হয়েছে।

পৌর ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে রবিউল আলম পাপ্পুকে আহ্বায়ক ও মাহমুদুল হাসান সজিবকে সদস্য সচিব করা হয়েছে।

গফরগাঁও সরকারি কলেজ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আহাদ মিয়া তামিকে এবং সদস্য সচিব করা হয়েছে আমির হামজাকে। এ কমিটিতে মোট ১৪জন স্থান পেয়েছেন।

গফরগাঁওয়ের পাগলা থানা ছাত্রদলের ২১ সদস্য কমিটিতে মাজহারুল ইসলামকে আহ্বায়ক ও সুখেন আকন্দকে সদস্য সচিব করা হয়েছে।

অপরদিকে, ভালুকা উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে লুৎফর রহমান খান সানিকে আহ্বায়ক ও রিয়াদ পাঠানকে সদস্য সচিব করা হয়। এছাড়া, ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে এস.এম. আলী রাজকে আহ্বায়ক ও মাহিদ আল হাসান মৃদুলকে সদস্য সচিব করা হয়।

ভালুকা পৌর ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে মিয়াদুল হক খানকে আহ্বায়ক ও শাকিল খানকে সদস্য সচিব। আর ভালুকা সোনার বাংলা ডিগ্রি কলেজের কমিটিতে সোহেল রানাকে আহ্বায়ক ও ফরহাদ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/পিএল)