টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৯ | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৭

কক্সবাজারের টেকনাফ ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকিরসহ তিনজন মারা গেছে। এই ঘটনায় একজন র‌্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে নয়টি অস্ত্রসহ বুলেট উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের অধিনায়ক এএসপি বিমান চন্দ্র কর্মকার জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ডাকাতদল এলোপাথাড়ি গুলি করলে র‌্যাবের এক সদস্য আহত হন। র‌্যাবও সরকারি সম্পদ এবং আত্নরক্ষার্থে কিছুক্ষণ পাল্টা গুলি করে।

গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল তল্লাশি করে তিনটি গুলিবিদ্ধ মরদেহ, নয়টি আগ্নেয়াস্ত্র এবং ২৫টি বুলেট উদ্ধার করা হয়। গুলিবিদ্ধদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।

বিমান চন্দ্র কর্মকার জানান, নিহতরা জকির গ্রুপের লিডার জকির, সহযোগী তার ভাই হামিদ ও চাচাত ভাই জহির বলে শনাক্ত করা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :