সবুজবাগে একই পরিবারের ছয়জনকে ‘কুপিয়ে’ জখম

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৪ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৮

নিজস্ব প্রতিবেদক
ঢাকাটাইমস

রাজধানীর সবুজবাগের মাদারটেক চৌরাস্তা এলাকায় একই পরিবারের শিশু ও নারীসহ ছয়জনকে পিটিয়ে ও কুপিয়ে দুর্বৃত্তরা জখম করেছে। আহতদের অভিযোগ, মাদক ব্যবসায় বাধা দেয়ায় তারা হামলার শিকার হয়েছেন। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের বরাতে তিনি জানান, মঙ্গলবার রাত নয়টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। 

আহতরা হলেন- জহুরুল ইসলাম মিলন (৪৭), রেজাউল করিম বাবু (৪০), নিলয় (১৭), জাহিদ (১৫), আয়মান (৮) ও একজন নারী। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদের মাথায় ছুরিকাঘাত রয়েছে।

নিলয় নামে এক আহত ব্যক্তি বলেন, রাত নয়টার দিকে এলাকার মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসায় বাধা দিলে তারা আমাদের ওপর চড়াও হয়। তারা অস্ত্র নিয়ে আমার বাবা, চাচা এবং আমাদের পরিবারের ওপর হামলা চালায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, আহতদের মধ্যে মিলন ও বাবুর অবস্থা আশঙ্কাজনক। তাদের মাথায় ছুরিকাঘাত রয়েছে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/ ইএস)