ময়লার ট্রাকে লুকিয়ে ইউরোপযাত্রা!

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:১২ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৩

আন্তর্জাতিক ডেস্ক

আবর্জনার ট্রাকে চেপে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ধরা পড়েছেন ৪১ জন অভিবাসনপ্রত্যাশী৷ জীবনের ঝুঁকি নিয়ে কাচের বোতলের স্তূপ, এমনকি বিষাক্ত ছাইয়ের বস্তায় লুকিয়ে ছিলেন তারা৷ এই কাণ্ডে বিস্মিত উদ্ধারকারীরাও৷

স্পেনের মেলিল্লা বন্দর থেকে তাদের উদ্ধার করা হয়। ভিডিওতে দেখা গেছে, কাচের বোতলভর্তি এক ময়লার ট্রাক ঘাটাঘাটি করছেন নিরাপত্তারক্ষীরা। এসময় কাচের বোতলভর্তি ট্রাকে কিছু একটা নড়তে দেখা যায়। বোতল সরাতেই একে একে বেরিয়ে আসেন চার ব্যক্তি।

আরেকটি বিষাক্ত ছাই বহনকারী ট্রাকে তল্লাশি চালায় সীমান্তরক্ষীরা। এসময় বিষাক্ত ছাইয়ের বস্তার মধ্যে পাওয়া যায় মানুষ।

আফ্রিকা থেকে আইবেরিয়ান দ্বীপ পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিলেন তারা। এপথ পাড়ি দিতেই নিয়েছিলেন এমন ঝুঁকি। ১৯ ফেব্রুয়ারির এই অভিযানে ৪১ জনকে উদ্ধার করে স্পেনের পুলিশ।

ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/একে