গ্রামীণফোনের সঙ্গে ভার্গো ফার্মাসিউটিক্যালসের চুক্তি

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০২ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৪:১০

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের অন্যতম উদীয়মান ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভার্গো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে গ্রামীণফোন।

চুক্তি অনুযায়ী, ভার্গো ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তারা এখন থেকে  গ্রামীণফোনের সংযোগ ও অন্যান্য ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন। 

গ্রামীণফোনের বিজনেস ডিভিশনের ডিরেক্টর নাসার ইউসুফ এবং ভার্গো ফার্মাসিউটিক্যালসের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর  সৈয়দ ইশমাম ফারুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ এমওইউ’তে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে গ্রামীণফোনের সাব সেগমেন্ট হেড শাখাওয়াত হোসাইন খান ও কি অ্যাকাউন্ট ম্যানেজার মো. জামিল উদ্দীন এবং  ভার্গো ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাফিস নজরুল রাইয়ানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমওইউ অনুযায়ী, ভার্গো ফার্মাসিউটিক্যালসের সকল অফিস পরিবহনে ভিটিএস সুবিধা, তাপমাত্রা পরিমাপক সফটওয়্যার ও ডিভাইস, টিম ট্র্যাকার সেবা এবং চিকিৎসকদের জন্য গিফট রাউটার সুবিধা দেবে গ্রামীণফোন।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এজেড)