মাস্টার্সের সকল পরীক্ষা শেষ করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৪:১৬ | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ও ডিগ্রিসহ সকল পরীক্ষা স্থগিতের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সকল সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে এই মানববন্ধন হয়।

এসময় শিক্ষার্থীরা ১০ মার্চের মধ্যে স্থগিতকৃত মাস্টার্সের সকল পরীক্ষা শেষ করার দাবি জানান। তবে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে গ্রহণকৃত পাঁচটি পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে ফলাফল প্রকাশের দাবিও জানান তারা। এছাড়া অনতিবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াসহ চার দফা দাবি জানান।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :