‘হামরা খাই না খাই, বিল্ডিং ঘরোত তো থাকমু’

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০২ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৭

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

‘আমার ঘর দুয়ার ছিল না, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আমজাদ ভাইয়ের সহযোগিতায় জিএম স্যার ঘর করি দিছে। আমরা খুব খুশি হইছি, খাই না হাই ভাল ঘরোত তো থাকপার পারমু। পল্লী বিদ্যুতের জিএম স্যার আর শেখ হাসিনার জন্য দোয়া করমু।’

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের নিজস্ব অর্থায়নে ঘর পেয়ে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের হরিরাম গ্রামের ফুল বাবু বলেছেন কথাগুলো। বুধবার সকালে দরিদ্র ও গৃহহীন এ পরিবারকে দুই কক্ষ বিশিষ্ট আধাপাকা নির্মাণাধীন বাড়িটি হস্থান্তর করেন কুড়িগ্রাম- লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) স্বদেশ কুমার ঘোষ।

ফুল বাবুর স্ত্রী আমেনা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমার থাকার মতোন ঘর আছিল না। পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতির সহযোগিতায় জিএম স্যার আমাক বিল্ডিং ঘর করে দেইল। আমরা খুব খুশি হইছি। আল্লাহ জিএম স্যারের ভাল করুক শেখ হাসিনার ভাল করুক, ওমার জন্য দোয়া করমু সারাজীবন।’

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আমজাদ হোসেন বলেন, ‘মুজিব শতবর্ষে কেউ যেন গৃহহীন না থাকে এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের নিজস্ব অর্থায়নে দরিদ্র ফুল বাবুকে আধাপাকা ঘর নির্মাণ করে দেয়া হল। সেইসঙ্গে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’ 

জিএম স্বদেশ কুমার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ কেউ যেন গৃহহীন না থাকে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নে গৃহহীন পরিবারটিকে ঘর করে দেয়া আমাদের এ সফলতা। আমরা নিজেদের অর্থায়নে ফুল বাবুকে ঘর দিতে পেরে আনন্দিত।’

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/পিএল)