পাঁচ কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২০
ফাইল ছবি

পাঁচ কার্যদিবস পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের বড় উত্থান হয়েছে। ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে। উভয় স্টক এক্সচেঞ্জে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেন হয়েছে ৫৩০ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার টাকা। আজ ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৪৩ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯০টির, কমেছে ৩৫টি ও অপরিবর্তিত রয়েছে ১১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

গতকাল মঙ্গলবার দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৫৯১ কোটি ৮১ লাখ ১৪ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে কমেছিল বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বুধবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮ কোটি ৯০ লাখ ২৪ হাজার ৪৭ টাকা, যা আগের দিনের তুলনায় দুই টাকা কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৪টি কোম্পানির। কমেছে ৪২টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৩৮৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৫৬ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৫৯৪ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার ৪০৬ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৫৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৯১ পয়েন্টে। সিএসআই ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৮১ পয়েন্টে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এসআই/এমআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :