নিঃসঙ্গতা মন্ত্রী নিয়োগ দিল জাপান

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৮ | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০০

প্রথমবারের মতো নিঃসঙ্গতা মন্ত্রী নিয়োগ দিয়েছে জাপান। জাপানি নারীদের মধ্যে আত্মহত্যার হার উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় দেশটির সরকার বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এ বিষয়ে মন্ত্রী নিয়োগ দিল। বিশ্বে প্রথম নিঃসঙ্গতা মন্ত্রী নিয়োগ দিয়েছিল যুক্তরাজ্য।

গত মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা নিঃসঙ্গতা মন্ত্রী হিসেবে তেতসুশি সাকামোতোকে নিয়োগ দেন। সাকামোতো দেশটির জন্মহার কমানো ও আঞ্চলিক অর্থনীতি পুনরুজ্জীবিত করার লড়াইয়ের দায়িত্বও পালন করছেন।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ২০২০ সালে জাপানে করোনাভাইরাস মহামারির পুরুষদের মধ্যে আত্মহত্যার হার কিছুটা কমে এলেও উদ্বেগজনকভাবে নারীদের আত্মহত্যা প্রায় ১৫ শতাংশ বেড়ে যায়। ২০১৯ সালের অক্টোবরের চেয়ে ২০২০ সালের অক্টোবরে দেশটিতে নারীদের আত্মহত্যার হার বেড়েছে ৭০ শতাংশেরও বেশি। এমন বাস্তবতায় নিঃসঙ্গতা মন্ত্রী নিয়োগ দিল জাপান সরকার।

দ্য জাপান টাইমসের খবরে বলা হয়েছে, ২০১৮ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য নিঃসঙ্গতা মন্ত্রণালয় চালু করেছিল। আত্মহত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধির মধ্যে দ্বিতীয় দেশ হিসেবে সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সুগা ক্যাবিনেটে নিঃসঙ্গতা মন্ত্রণালয় যুক্ত করে।

নিঃসঙ্গতা মন্ত্রী হয়ে তার মন্ত্রণালয়ের উদ্বোধনী সংবাদ সম্মেলনে সাকামোতো বলেন, ‘আমাদের নারীদের আত্মহত্যার হার বৃদ্ধিসহ অন্যান্য জাতীয় বিষয়ে কাজ করতে প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছেন। প্রধানমন্ত্রী আমাকে নারীদের আত্মহত্যার বিষয়টি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পূর্ণাঙ্গ কৌশল নির্ধারণের দায়িত্ব দিয়েছেন। আমাদের নাগরিকদের মধ্যে সামাজিক নিঃসঙ্গতা ও বিচ্ছিন্নতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবো আশাবাদী।’

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের

এই বিভাগের সব খবর

শিরোনাম :