ঠাকুরগাঁওয়ে বিলুপ্তপ্রায় নীলগাই উদ্ধার

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০১ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২০

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর সীমান্তবর্তী নাগর নদীর তীর এলাকা থেকে বিরল প্রজাতির একটি নীলগাই (গরু) আটক করেছে এলাকাবাসী। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পাড়িয়া শালডাঙ্গা এলাকায় পথচারীরা এ নীলগাই দেখতে পায়।

পরে অর্ধশতাধিক এলাকাবাসী মিলে নীলগাইটিকে আটক করতে সক্ষম হয়।

খবর পেয়ে বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান ও স্থানীয় কান্তিভিটা বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে উপস্থিত হয়। পরে বিজিবি সদস্যরা নীলগাইটি নিজেদের হেফাজতে নেয়।

প্রত্যক্ষদর্শী তুষার চৌধুরী বলেন, ‘দ্রুতগতিতে আসা নীলগাইটি কয়েকজন মিলে উদ্ধার করে পা বেঁধে নিরাপদে রাখে।

পারিয়া শালডাঙ্গা এলাকার সাদেক আলী বলেন, ‘প্রায় কয়েকদিন ধরে সীমান্তবর্তী নাগর নদীর আশপাশেই জঙ্গলে নীলগাইটি ছিল।’

উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল জানান, নীলগাইটি এলাকাবাসী আটক করার সময় কিছুটা অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এটি সুস্থ হলে কোথাও পাঠালে ভাল হয়। বন বিভাগের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/পিএল)