গ্রেড-৬ মর্যাদা পেলেন পুলিশ হাসপাতালের চার চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২০

জাতীয় বেতন কাঠামোতে গ্রেড-৬ পদমর্যার্দা পেলেন চারটি পুলিশ হাসপাতালের চারজন চিকিৎসক। চাকরিতে ১০ বছর পূর্তি ও দায়িত্বপালন সন্তোষজনক হওয়ায় সরকার এই চারজনের পদমর্যার্দা বাড়িয়ে দিয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বেতন স্কেল ২০১৫ এর অনুচ্ছেদ ৭ (১) অনুযায়ী তাদের গ্রেড-৬ মর্যার্দা দেওয়া হয়েছে। এই চার চিকিৎসকরা হলেন, চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের সহকারী সার্জন (এমও) ডা. শামীম আহমেদ, সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের সহকারী সার্জন (এমও) ডা. রেহানা ফারুক, রংপুর জেলা পুলিশ হাসপাতালের সহকারী সার্জন (এমও) ডা. আবু সাঈদ মাহমুদ এবং খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালের সহকারী সার্জন (এমও) ডা. সৈয়দ একেএম এন করিম।

জাতীয় বেতন স্কেল অনুযায়ী গ্রেড-৬ প্রাপ্ত কর্মকর্তাদের মূল বেতন ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত। এছাড়া তারা এই পদের অনুকূলে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও পাবেন।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এএ/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :