বিনামূল্যে করোনার টিকা পাচ্ছেন শিল্পীরা

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৫

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীরা বিনামূল্যে করোনার টিকা রেজিস্ট্রেশনের সুবিধা পাচ্ছেন। তবে সবাই নয়, যারা শুধু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তালিকাভূক্ত সদস্য। এই তথ্য নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান। তার ব্যক্তিগত উদ্যোগেই শিল্পীদের জন্য করোনার টিকা রেজিস্ট্রেশনের বুথ চালু করা হয়েছে। সেখান থেকে আগামী শনি ও রবিবার (২৭-২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে।

এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘যারা করোনা ভ্যাকসিন নিতে ইচ্ছুক এবং যাদের বয়স ৪০ বছরের উর্ধ্বে, তাদের আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারির মধ্যে ভোটার আইডি কার্ডসহ চলচ্চিত্র শিল্পী সমিতিতে নাম নিবন্ধন করার জন্য অনুরোধ করছি। এ কাজে সার্বিক সহযোগিতা করবেন শিল্পী সমিতির বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্যরা।’

তিনি আরও বলেন, ‘শিল্পী সমিতির সকল সদস্যকে রেজিস্ট্রেশন সুবিধা দিতে আগেই এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। টিকা নিতে বিড়ম্বনা এড়াতে এই রেজিস্ট্রেশন সুবিধা দিচ্ছে শিল্পী সমিতি, যাতে কোনো শিল্পী টিকা নিতে ব্যর্থ না হন। পৃথিবীর অনেক দেশ যেখানে টিকার জন্য অপেক্ষা করছে, সেখানে বাংলাদেশে ৪০ বছরের বেশি বয়সী সবাই টিকা নিতে পারছেন। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’

জায়েদ খান জানান, ‘ভ্যাকসিন নিতেই হবে সমিতি থেকে এমন কোনো নিয়মের কথা বলা হয়নি। যারা নিতে ইচ্ছুক তারাই নেবেন। রেজিস্ট্রেশন করে সমিতির যেকোনো শিল্পী তার নিকটস্থ ভ্যাকসিন প্রদান কেন্দ্র থেকে রেজিস্ট্রেশন নাম্বার দেখিয়ে ভ্যাকসিন নিতে পারবেন। ভ্যাকসিন নিতে হলে সমিতিতে জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। শিল্পী সমিতি সবসময় শিল্পীদের ভালোর জন্য কাজ করে আসছে। এটা তারই অংশ।’

প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নেতৃত্বে আসার পর থেকেই নানা সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে চলেছেন। দেশে লকডাউনের শুরু থেকে বেশ কয়েক দফায় অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন তারা। দিয়েছেন খাদ্য সামগ্রী ও অর্থ সহায়তা। তারই ধারাবাহিকতায় এবার শিল্পীদের জন্য বিনামূল্যে করোনার টিকার ব্যবস্থা করল শিল্পী সমিতি।

ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এএইচ