ফার্স্ট লিড সিকিউরিটিজকে দুই লাখ টাকা জরিমানা

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৭ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৬

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

আইন ভঙ্গের দায়ে ফার্স্ট লিড সিকিউরিটিজ লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার বিএসইসির নিয়মিত ৭৬২তম সভায় এই সিদ্ধান্ত দেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাজুল হক ও নাসিমা বেগম এবং এম এ আহাদ ও আয়েশা তাসনিম ইশরাতের অভিয়োগের ভিত্তিতে ফার্স্ট লিড সিকিউরিটিজ লিমিটেডক (ডিএসই ট্রেক নাম্বার. ১২২) কর্তৃক বিভিন্ন সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে দুই লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এসআই/জেবি)