তিন প্রতিষ্ঠানের আইপিও সুবিধা বন্ধ ‍

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৭

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারের তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠানকে বিধিমালা লঙ্ঘনের দায়ে আইপিও কোটা সুবিধা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার বিএসইসির নিয়মিত ৭৬২তম সভায় এই সিদ্ধান্ত হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো.রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেঙ্গল ইনভেস্টম্যান্ট লিমিটেড, সিএপিএম এডভাইজারি লিমিটেড এবং পিএলটিএস ইনভেস্টম্যান্ট লিমিটেড কর্তৃক বিধিমালা লঙ্ঘনে জন্য আইপিও কোটা সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়াও প্রতিষ্ঠানসমূহ ৩০ জুন, ২০২১ তারিখের মধ্যে মূলধন ঘাটতি পূরণে ব্যর্থ হলে তাদের মার্চেন্ট ব্যাংকার নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া শুরু হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এসআই/জেবি)