চাই না তামিমার দিকে কেউ আঙুল তুলে কথা বলুক: নাসির

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:০০ | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৫

গত ১৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন টাইগার অলরাউন্ডার নাসির হোসেন। তবে, এই বিয়ের পরই নাসির-তামিমা দম্পতিকে নিয়ে ব্যাপাক সমালোচনা হচ্ছে। অভিযোগ, সাবেক স্বামী রাকিব হাসানকে তালাক না দিয়েই নাসির হোসেনকে বিয়ে করেছেন তামিমা সুলতানা। সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে এই দাবি করেছেন রাকিব হাসান।

বিয়ে নিয়ে ওঠা নানা প্রশ্নের উত্তর দিতে বুধবার সংবাদ সম্মেলনে আসেন নাসির হোসেন ও তামিমা সুলতানা। তাদের সাথে ছিলেন একজন আইনজীবী। এসময় নাসির হোসেন বলেন, তামিমা এখন তার স্ত্রী। তিনি চান না কেউ তার দিকে আঙুল তুলে কথা বলুক।

নাসির হোসেন বলেন, ‘আমি তামিমাকে চিনি প্রায় চার-সাড়ে বছর ধরে। ও আমার খুব ভালো একটা ফ্রেন্ড ছিল। তারপরে আমাদের লাভ হয়, তারপর আমরা বিয়ে করি। আমি ওকে খুব কাছ থেকেই দিয়েছি। আমরা যথেষ্ট ম্যাচিউরড। আমরা আইনগতভাবে, ইসলামী শরীয়াহ মোতাবেক, সবাইকে জানিয়ে বিয়ে করেছি। আমাদের মনে যদি অন্য কিছু থাকত তাহলে আমরা এভাবে বিয়ে করতাম না, চুপ করে বিয়ে করতাম।’

তিনি আরো বলেন, ‘আমি সবকিছুই জানি যে, ওর বিয়ে হয়েছিল, বাচ্চা ছিল, ডিভোর্স হয়েছে। পেপার দেখেই আমরা বিয়ে করেছি। সবার কাছে একটাই অনুরোধ, অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় যারা তামিমাকে নিয়ে কথাবার্তা বলছেন তাদের উদ্দেশে আমি একটাই কথা বলব, এসব থেকে বিরত থাকেন। কারণ, আপনার একটা নিউজ, আপনার একটা ভিডিও একটা মানুষকে অনেক দূরে ঠেলে দেয়।’

নাসির বলেন, ‘আজকে এটা তামিমার সাথে হয়েছে, আগামীকাল এটা আপনার সাথেও হতে পারে। মিডিয়া বাংলাদেশে এমন একটা স্থানে আছে, মিডিয়ার ভূমিকা অনেক বেশি। আমরা মিডিয়ার মাধ্যমে সবকিছু জানতে পারি। আমি আশা করব, সঠিক তথ্য জেনে মিডিয়া সেটি মানুষের কাছে পৌঁছাক। সঠিক তথ্য না জেনে আজেবাজে নিউজ করা থেকে তারা যাতে বিরত থাকে। এতদিন সে শুধু তামিমা ছিল। এখন সে তামিমা হোসেন। আমি চাইব না আমার বউয়ের দিকে কেউ আঙুল তুলে কথা বলুক এবং আমার বউকে নানা ধরনের কথাবার্তা বলুক। যারাই যেখান থেকেই বলতেছে না কেন কথাবার্তা, আমি তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেব।’

(ঢাকাটাইমস/২৪ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :