আরিচা নদী বন্দরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫২

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মানিকগঞ্জের আরিচা নদী বন্দরে দোকানপাটসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বুধবার দুপুরে আরিচা নদী বন্দরের পুরাতন ৪টি ফেরিঘাটে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের নদী ও বন্দর কর্মকর্তা মো. মাসুদ পারভেজ।

নদী ও বন্দর কর্মকর্তা মো. মাসুদ পারভেজ জানান, আরিচা নদী বন্দর এলাকায় দীর্ঘ দিন ধরে বেশকিছু অবৈধস্থাপনা গড়ে উঠে। গত তিনদিন আগে তাদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিস  দেয়া হয়েছিল। নোটিস পাওয়ার পরও তাদের স্থাপনা সরিয়ে না নেয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানে ভেকু দিয়ে শতাধিক স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। নিয়মিত এ অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান। অভিযানে শিবালয় থানা পুলিশ সহযোগিতা করে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/কেএম)