রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে উচ্ছেদ অভিযান

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:১১

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ। বুধবার সকালে উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়া হতে কাজীপাড়া পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুব জামিলের নেতৃত্বে চলে এ উচ্ছেদ অভিযান।

নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা দোতলা ভবন ও সাত-আটটি দোকান ঘরসহ প্রায় অর্ধশতাধীক স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মাসুদ কামাল, সহকারী পরিচালক নুর হোসেন প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুব জামিল বলেন, সরকারি যায়গায় অবৈধভাবে গড়ে তোলার কারণে একটি দোতলা ভবন ও সাত-আটটি দোকান ঘরসহ প্রায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নোয়াপাড়া থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত নদীর দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/কেএম)