লেবানন বিএনপির ভার্চুয়াল প্রতিবাদ সভা

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৭

লেবানন প্রতিনিধি, ঢাকাটাইমস

বিএনপি লেবানন কেন্দ্রীয় আহবায়ক কমিটির উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

লেবানন বিএনপি কেন্দ্রীয় আহবায়ক কমিটির প্রধান  আমীর হোসেন কলিমের সভাপতিত্বে ও সাবেক সভাপতি নজরুল ইসলাম মজুমদার এবং আহবায়ক সদস্য আমিনুল ইসলাম আইমানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক।

বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠানের প্রধান বক্তা বিএনপির সাবেক সংসদ সদস্য ড. নিলুফার চৌধুরী মনি, বিএনপির সহ-জলবায়ু পরিবির্তনবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এসএম সাইফুল আলম, ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি রুবেল তালুকদারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এসময় আরও  উপস্থিত ছিলেন- লেবানন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল কাদের ভূইয়া, সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মুজিবল হক মুজিব, আহবায়ক সদস্য জাকির হোসেন জাকির, আবুবক্কর সিদ্দীক, আরমান হোসেন আমান, জসিম উদ্দীন, উপদেষ্টা সদস্য মনির হোসেন সরকার, লেবানন যুবদলের সিনিয়র ভারপ্রাপ্ত সভাপতি আবদুল করিম,  লেবানন মহিলা দলের সভাপতি সুলতানা নুরসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদিন ফারুক লেবানন বিএনপির নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান  করেন। জিয়াউর রহমানের  বীর উত্তম খেতাব বাতিলের প্রস্তাবে সরকারের তীব্র সমালোচনা করেন।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এলএ)