এক ভেড়ার শরীরে ৭৮ পাউন্ড লোম!

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০৮ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫২

আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ার জঙ্গলে পাওয়া একটি ভেড়ার শরীর থেকে পাওয়া গেছে ৭৮ পাউন্ড (৩৫ কিলোগ্রাম) পশম। ভেড়াটিকে জঙ্গল থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তার নাম দেয়া হয়েছে বারাক।

রয়টার্সের খবরে বলা হয়েছে, মেলবোর্নের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে একটি অভয়ারণ্যের কাছে একজন সাধারণ মানুষ ভেড়াটিকে খুঁজে পায়। এসময় পশমে একেবারে মোড়া ছিল ভেড়াটি।

মিশনের কাইল বেহরেন্ড বলেন, এটি এক সময় মালিকানাধীন ভেড়া ছিল। পরে সেটি হারিয়ে গিয়েছিল। তার কানে ট্যাগ লাগানো ছিল তবে তা ছিঁড়ে গিয়েছে।

বেহরেন্ড বলেন, ভেড়ার লোম বছরে একবার কাটতে হয়। তা না হলে বাড়তে বাড়তে এমনটি ঘটে থাকে। বারাকের শরীর থেকে ৩৫.৪ কেজি পশম পাওয়া গিয়েছে।

ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/একে