করোনার টিকা নিলেন রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩৪ | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৪:১৩

করোনাভাইরাস প্রতিরোধের টিকা নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে করোনার টিকা নেন তিনি। গণটিকাদান কর্মসূচি শুরু হওয়ার ১৯তম দিনে টিকা গ্রহণ করেন সংসদের বিরোধীদলীয় এই নেতা।

ভ্যাকসিন গ্রহণের পর রওশন এরশাদ বলেন, ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সকলের এই ভ্যাকসিন গ্রহণ করা জরুরি।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

কোভিশিল্ড টিকা ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদন হচ্ছে। দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে চুক্তি অনুযায়ী তিন কোটি ডোজ টিকা বাংলাদেশকে দেবে সেরাম ইনস্টিটিউট।

দুটি চালানে ইতিমধ্যে ৭০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। আর ২০ লাখ ডোজ পাওয়া গেছে ভারতের উপহার হিসেবে। এখন পর্যন্ত সিরাম থেকে এসেছে বাংলাদেশের কেনা ৭০ লাখ আর ভারতের উপহারের টিকা।

গত ২৭ জানুয়ারি করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচির উদ্বোধন করেন। এরপর ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কর্মসূচি শুরু হয়। বুধবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ২৬ লাখ ৭৩ হাজার ৩৮ জন।

প্রথম পর্যায়ে ৪০ বছরের বেশি বয়সের নাগরিকরা নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে পারছেন। তবে বয়সের সময়সীমা কমতে পারে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :