ইংল্যান্ডের হয়ে নয়, জার্মানির হয়েই খেলবেন জামাল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২১ | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫৭

জার্মানিতে জন্ম নেওয়া জামাল মুসিয়ালা ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক ফুটবল খেলেছেন। অনেকে তো ধরেই নিয়েছিলো যে ইংলিশদের হয়েই ফুটবল মাঠে প্রতিনিধিত্ব করবেন তিনি। কিন্তু জামাল জানালেন ভিন্ন কথা। ইংল্যান্ডের হয়ে নয়, জার্মানির জার্সিগায়েই ভবিষ্যতে মাঠ কাপাবেন বায়ার্ন মিউনিখের এই উদীয়মান তারকা।

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ১৭ বছর ৩৬৩ দিন বয়সী মুসিয়ালার চেয়ে কম বয়সে গোল করেছেন কেবল বোয়ান ক্রকিচ (১৭ বছর ২১৭ দিন)।

এর কয়েক ঘণ্টা পর জার্মানির এআরডি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন মুসিয়ালা।

তিনি বলেন, ‘সবশেষে আমি আমার ভেতরের কথাই শুনেছি, যা আমাকে বারবার বলেছে যে জার্মানির হয়ে খেলাই ঠিক সিদ্ধান্ত হবে, যেখানে আমি জন্ম নিয়েছি। জোয়াকিম লোয়ের সঙ্গে মিউনিখে দেখা করেছিলাম এবং খুব পরিষ্কারভাবে তিনি আমাকে জাতীয় দলে জায়গা পাওয়ার পথ দেখান।’

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :