সূচকের উত্থানে শেষ হলো সপ্তাহ

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪৮ | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪৩

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থানের মাধ্যমে শেষ হয়েছে সপ্তাহ। উভয় পুঁজিবাজারে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে চট্টগাম স্টক এক্সচেঞ্জ-সিএসইতে।

বৃহস্পতিবার ডিএসই ও সিএসই’র বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৭৪৬ কোটি দুই লাখ ৯৮ হাজার টাকা। এ দিন ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৪৬ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ৬৩টি ও অপরিবর্তিত রয়েছে ১১৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

গতকাল বুধবার দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছিল বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বৃহস্পতিবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ৭১৭ টাকা, যা আগের দিনের তুলনায় তিন টাকা কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২২০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০০টি কোম্পানির। কমেছে ৬৪টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৪১৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৬৫ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৬৪৪ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার ৪৩৭ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ১১৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৯৩ পয়েন্টে। সিএসআই ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৮৭ পয়েন্টে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :